Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মজীবী স্ত্রীর ভূমিকায় মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ১২:১৮ পিএম

বিয়ের পর আবারো কাজে মনোযোগী হয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সম্প্রতি তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’ এর কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রথম সিনেমার পর ভক্তদের আরো একটি সুসংবাদ দিয়েছেন মিথিলা। সেটি হচ্ছে- আসছে ঈদুল আজহায় টিভি পর্দায় একাধিক নাটক ও অনুষ্ঠানে দেখা যাবে এ তারকাকে।

তার মধ্যে একটি হলো নাটক ‘বিয়িং ওম্যান’। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। গত সপ্তাহে উত্তরার শুটিং বাড়িতে হয়েছে এর দৃশ্যধারণ। এখানে মিথিলাকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

নির্মাতা হাসান রেজাউল বলেন, নাটকের গল্পটা মধ্যবিত্ত সংসারের একজন নারীর গল্প। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন, পেশাগত জীবন ও সংসারজীবনের সঙ্গে টানাপড়েনের গল্প। তবে শেষ পর্যন্ত একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প হলো ‘বিয়িং ওম্যান’।

নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। আসছে কোরবানির ঈদে এটি দেখা যাবে আরটিভির পর্দায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিথিলা

৬ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ