মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ আগামী ৩০ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় ভারতে অবস্থান করার জন্য কোনো জরিমানা ছাড়াই ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফরেনার রেজিস্ট্রেশন অফিসে (এফআরও) কোনো আবেদন করারও প্রয়োজন হবে না।
তবে বিদেশি নাগরিকরা দেশে ফেরার আগে ফরেনার রেজিস্ট্রেশন অফিসে আবেদন করতে পারেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে অবস্থানের কারণে সেখান থেকে জরিমানা ছাড়া মেয়াদ বাড়ানো হবে।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়ার পরিপ্রেক্ষিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ ও ভারতে অবস্থানের শর্তাবলির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধ দেশটির আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। যার কারণে ভারতে আটকে পড়েছেন অনেক বিদেশি নাগরিক। সে জন্য দেশটির সরকার সে দেশের ভিসার মেয়াদ আগামী ৩০ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।