Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৩ ঘণ্টায় পাড়ি দেয়া যাবে নিউ ইয়র্ক থেকে লন্ডন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ৭:১৫ পিএম

নিউ ইয়র্ক থেকে লন্ডনে উড়ে যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা? ২০২৯ সালে এমনটাই সম্ভব হবে বলে দাবি করল মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। বছর আটেক পরের এই সম্ভবনাকে বাস্তবে পরিণত করতেই বুম সুপারসনিক নামে একটি স্টার্টআপ সংস্থার কাছ থেকে ১৫টি সুপারসনিক বিমান কেনার হবে বলে জানিয়েছেন ওই সংস্থার সিইও স্কট কার্বি।

বৃহস্পতিবার ইউনাইটেডের তরফে জানানো হয়েছে, ডেনভারের ওই স্টার্টআপ সংস্থার কাছ থেকে তাদের সুপারসনিক বিমান ‘ওভারচার’ কেনার চুক্তি করেছেন তারা। চুক্তিতে আরও ৩৫টি সুপারসনিক বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে। গোটা পরিকল্পনাটি বাস্তবে পরিণত হলে বিমান পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী বদল ঘটতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এক একটি সুপারসনিক বিমান শব্দের থেকে দ্বিগুণ গতিবেগে আকাশপথে পাড়ি দিতে পারে। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে লন্ডনে সাড়ে ৬ ঘণ্টায় যাওয়া যায়। তবে বুমের তরফে জানানো হয়েছে, ৬৫ থেকে ৮৮টি আসনের একটি সুপারসনিক বিমান সে পথ পাড়ি দিতে তার অর্ধেক সময় নেবে।

বিমান পরিবহণে আমূল পরিবর্তন ঘটানোর সম্ভাবনা তৈরি হলেও আদৌও তা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে অবশ্য প্রশ্নও রয়েছে। মাইকেল মেরলুজৌ নামে এক পরামর্শদাতা বলেন, ‘এই পরিকল্পনাটা যথেষ্ট আকর্ষণীয় বটে। তবে আমাদের এ নিয়ে বাস্তববাদী হওয়া প্রয়োজন।’ তার মতে, গোটা প্রকল্প বাস্তবায়িত করতে অন্তত হাজার থেকে পনেরোশো কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন। ফলে ২০২৯ নয়, বাণিজ্যিক ভাবে এ ধরনের বিমান পরিষেবা চালু হতে ২০৩৫-’৪০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র: এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনাইটেড এয়ারলাইন্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ