Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের ভালোবাসায় এগিয়ে চলেছে আলেশা হোল্ডিংস

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ১২:০৩ এএম

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংস লিমিটেড ২০১৮ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের একজন দূরদর্শী এবং দক্ষ ব্যবসায়ী আলেশা হোল্ডিংস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান, মো. মঞ্জুর আলম শিকদার-এর হাত ধরে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার পাশাপাশি বিশাল জনগোষ্ঠীর জন্য নিরাপদ কর্মসংস্থান তৈরিই হচ্ছে আলেশা হোল্ডিংস লিমিটেড-এর মূল লক্ষ্য। দেশের এই শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানটি ২০২৩ সাল পর্যন্ত সকল ক্রিকেট হোম সিরিজের টাইটেল স্পন্সরশিপের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। কারণ হিসেবে আলেশা হোল্ডিংস লিমিটেড-এর পক্ষ থেকে বলা হয়েছে,

‘ক্রিকেট বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও আমরা মাঠে উচ্ছ¡সিত হয়ে খেলা উপভোগ করতে দেখি। ক্রিকেট এমন এক খেলা, যা সকল মত ও বিভেদের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষকে এক জায়গায় একত্রিত করে। আর আলেশা হোল্ডিংস লিমিটেড-এর স্লোগান যেহেতু- পিপল উই কেয়ার- এই স্লোগানটিই মূলত আমাদের উৎসাহ জুগিয়েছে সকল হোম সিরিজের টাইটেল স্পন্সর হতে। স্বাধীনতার ৫০ বছরে আমরা অনেক ক্ষেত্রেই অভাবিত সাফল্য অর্জন করেছি। দেশের ক্রিকেট ইতিহাসে যোগ হয়েছে অনেক সাফল্য। সাফল্যের এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে এবং দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে আলেশা হোল্ডিংস সবসময় অনুপ্রেরক হিসেবে ভূমিকা রাখবে।’

‘পিপল উই কেয়ার’- এই স্লোগানে বিশ্বাসী প্রতিষ্ঠানটি শুধু ক্রিকেট নয় দেশের অন্যান্য খেলার প্রতিও যত্নবান হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। অতিস¤প্রতি শেষ হয়ে যাওয়া ‘বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা’ হোম সিরিজের টাইটেল স্পন্সর ছিলো আলেশা হোল্ডিংস লিমিটেড-এর অঙ্গসংস্থা, আলেশা মার্ট। পরবর্তী হোম সিরিজগুলোতে আলেশা হোল্ডিংস লিমিটেড-এর অন্যান্য অঙ্গসংস্থাগুলোর নাম ক্রমান্বয়ে টাইটেল স্পন্সর হিসেবে দেখা যাবে।

আলেশা মার্ট বর্তমানে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রেতাদের সহজে ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য হাতে পৌঁছে দিতে সেবা দিয়ে যাচ্ছে চমৎকার সব পণ্য নিয়ে। এখন আলেশা মার্ট-এ কেনাকাটা করলেই ক্রেতারা পাচ্ছেন ৫%-৫০% পর্যন্ত ছাড়! পছন্দের সব পণ্য এখন এক ক্লিকেই। বিখ্যাত সব ব্র্যান্ড, মানসম্মত পণ্য আর মাত্র ৪৫ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে আলেশা মার্ট সত্যিই ই-কমার্সে এক নতুন যুগের সূচনা করেছে। ইতোমধ্যেই ভোক্তা সাধারণের মনে বিশেষ জায়গা করে নিয়েছে আলেশা মার্ট।

আলেশা হোল্ডিংস লিমিটেড-এর অন্যান্য অঙ্গসংস্থাগুলো হলো- আলেশা সলিউশনস লিমিটেড, আলেশা টেক লিমিটেড, আলেশা এগ্রো লিমিটেড, আলেশা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, আলেশা ব্যাগস্ লিমিটেড, আলেশা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট লিমিটেড, আলেশা লেদার লিমিটেড, আলেশা ফার্মেসি লিমিটেড, আলেশা পলিমার লিমিটেড, আলেশা রাইড লিমিটেড, আলেশা স্টিলস লিমিটেড, আলেশা ডেভেলপমেন্টস লিমিটেড ইত্যাদি। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেশা হোল্ডিংস
আরও পড়ুন