বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘোষিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মানুষের জীবন রক্ষা ও জীবিকার নিশ্চয়তা দিতে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামের এ বাজেট অর্থনীতির পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টিতে নবমাত্রা যোগ করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় মেয়র এসব কথা বলেন।
২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মেয়র বলেন, এ বাজেটে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য ও কৃষিখাতকে ঘিরে দীর্ঘমেয়াদি যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, ছোট-বড় ব্যবসায়ী, উদ্যোক্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে নব উদ্দীপনা সৃষ্টি করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।