Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেট সমৃদ্ধির সোপান : চট্টগ্রাম আওয়ামী লীগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৮:৩৬ পিএম

ঘোষিত বাজেটকে আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির সোপান উল্লেখ করে মহানগর আওয়ামী লীগ নেতারা বলেছেন, এ বাজেট উন্নয়নের ধারা এগিয়ে নেবে। বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।

তারা জীবন-জীবিকার প্রাধান্য দিয়ে ঘোষিত করোনা সঙ্কট পরিত্রাণে ২০২১-২২ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানান। তারা বলেন, অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রণোদনামূলক সহায়তা প্রদানের পাশাপাশি স্বাস্থ্যখাতকে অধিকতর গুরুত্ব দেয়ায় চলমান সঙ্কট মোচনে এই বাজেট একটি যুগান্তকারী পদক্ষেপ।

বাজেটে প্রণোদনা প্যাকেজসমূহ বাস্তবায়ন, কৃষিখাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। সর্বোপরি বছর জুড়ে থাকছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী এবং বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতা। তাই এই বাজেট গণমুখী এবং সমাজ ও জনকল্যাণের আর্থ-সামাজিক সমৃদ্ধির সোপান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ