Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন আরো ২ জন সিলেটে, আক্রান্ত ৭৪, সুস্থ ৭১

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৫:১৬ পিএম

মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে সিলেট। সেই সাথে ৭৪ জন হয়েছেন আক্রান্ত সনাক্ত। এরমধ্যে ৩৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৭১ জন। আজ বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হন ৭৪ জন । এর মধ্যে সিলেট ৩৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ২৩ জন ও আরও ৯ জনের করোনা সনাক্ত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। নতুন এই ৭৪ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯১ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ০২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৫১০ জন ও ২ হাজার ৫৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এরমধ্যে ৬৬ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ১ ও আরও ৪ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৪৬৭ জন। এর মধ্যে সিলেট ১৪ হাজার ৩২৪ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৩১ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও ২ হাজার ৩৪০ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটে ১৭ জন, মৌলভীবাজারে আরও ১ জন রয়েছেন। সবিমিলিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৯ জন সিলেট বিভাগে । এরমধ্যে সিলেট ২২০ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন, আরও ৭ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। তারা সিলেটের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৩ জনে। এরমধ্যে সিলেট ৩৩৫ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও ৩০ জন রয়েছেন মৌলভীবাজারের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ