Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের বাজেট পেশে অনন্য উচ্চতায় ৩ সেই সিলেটি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৪:৪২ পিএম

জাতীয় রাজনীতিতে ছিলো সিলেটীদের আধিক্য। ইতিহাসের চিত্র এমনই। জাতীয় সেই নেতারা সরকার প্রধানদের ছিলেন গুড বুকেও। মেধা, যোগ্যতা ও আর্ন্তজাতিক অঙ্গনেও পরিচয়, পরিচিতি, যোগাযোগ ছিলো সেই রকমই। অর্জিত যোগ্যতার মূল্যায়ন করতেন রাষ্ট্রের প্রধানরাও। তারাও ছিলেন কর্মে-বিশ^াসে বিশ^স্ত। নির্ভরতার অনন্যতার প্রতি অবিচার করেনি কখনো। ‘কৃতি মানের মৃত্যু নেই’, গ্রহনযোগ্য সার্বজনীন সেই বাক্যটি মানায়ও তাদের কর্মযজ্ঞে। সেই কৃতি সন্তানদের একজন মরহুম এম সাইফুর রহমান। মহান সংসদে ১২টি বাজেট পেশ করেছিলেন তিন। তারপর রয়েছেন মরহুম এসএএমএস কিবরিয়া। ৬টি বাজেট পেশ করেছেন তিনি। নিকট অতীতে ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১২টি বাজেট পেশ করেন মহান সংসদে সিলেটের এই মহান কৃতি পুরুষ। ৩ জনের মধ্যে জীবিত আছেন কেবলমাত্র আব্দুল মাল আবদুল মুহিত। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন তখনকার সময়ের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। ৩০ জুন ১৯৭২ সালে প্রথম বাজেট পেশ করেন তিনি। বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। ৫০বছরে পূর্ণ স্বাধীন দেশে সর্বোচ্চ ১২ বার করে বাজেট পেশ করেন সিলেটের দুই সন্তান মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত। এরমধ্যে টানা দশবার বাজেট দিয়ে রেকর্ড গড়েছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত। সিলেটের এই সন্তান শেখ হাসিনার সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ১০টি সহ সর্বমোট ১২টি বাজেট পেশ করেছিলেন তিনি। এর আগে এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ এই দুই অর্থ বছরের পেশ করেছিলেন বাজেট তিনি। ১৯৮০-৮১: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ৪,১০৮ কোটি টাকা, এডিপি- ২,৭০০ কোটি টাকা। ১৯৮১-৮২: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ৪,৬৭৭ কোটি টাকা। এডিপি- ৩,০১৫ কোটি টাকা। ২০০২-০৩: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ৪৪,৮৫৪ কোটি টাকা। এডিপি- ১৯,২০০ কোটি টাকা। ২০০৩-০৪: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ৫১,৯৮০ কোটি টাকা। এডিপি- ২০,৩০০ কোটি টাকা। ২০০৪-০৫: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ৫৭,২৪৮ কোটি টাকা। এডিপি- ২২,০০০ কোটি টাকা। ২০০৫-০৬: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ৬১,০৫৮ কোটি টাকা। এডিপি- ২৩,৬২৬ কোটি টাকা। ২০০৬-০৭: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান।বাজেটের আকার- ৬৯,৭৪০ কোটি টাকা। এডিপি- ২৬,০০০ কোটি টাকা। ১৯৯১-৯২: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ১৫,৫৮৪ কোটি টাকা। এডিপি- ৭,৫০০ কোটি টাকা। ১৯৯২-৯৩: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ১৭,৬০৭ কোটি টাকা। এডিপি- ৯,০৫৭ কোটি টাকা। ১৯৯৩-৯৪: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ১৯,০৫০ কোটি টাকা। এডিপি- ৯,৭৫০ কোটি টাকা। ১৯৯৪-৯৫: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান। বাজেটের আকার- ২০,৯৪৮ কোটি টাকা। এডিপি- ১১,০০০ কোটি টাকা। ১৯৯৫-৯৬: বাজেট প্রস্তাবক- এম সাইফুর রহমান।বাজেটের আকার- ২৩,১৭০ কোটি টাকা। এডিপি- ১২,১০০ কোটি টাকা। ১৯৯৬-৯৭: বাজেট প্রস্তাবক- এসএএমএস কিবরিয়া। বাজেটের আকার- ২৪,৬০৩ কোটি টাকা। এডিপি- ১২,৫০০ কোটি টাকা। ১৯৯৭-৯৮: বাজেট প্রস্তাবক- এসএএমএস কিবরিয়া। বাজেটের আকার- ২৭,৭৮৬ কোটি টাকা। এডিপি- ১২,৮০০ কোটি টাকা। ১৯৯৮-৯৯: বাজেট প্রস্তাবক- এসএএমএস কিবরিয়া। বাজেটের আকার- ২৯,৫৩৭ কোটি টাকা। এডিপি- ১৩,৬০০ কোটি টাকা। ১৯৯৯-২০০০: বাজেট প্রস্তাবক- এসএএমএস কিবরিয়া।বাজেটের আকার- ৩৪,২৫২ কোটি টাকা। এডিপি- ১২,৪৭৭ কোটি টাকা। ২০০০-২০০১: বাজেট প্রস্তাবক- এসএএমএস কিবরিয়া। বাজেটের আকার- ৩৮,৫২৪ কোটি টাকা। এডিপি- ১৭,৫০০ কোটি টাকা। ২০০১-০২: বাজেট প্রস্তাবক- এসএএমএস কিবরিয়া। বাজেটের আকার- ৪২,৩০৬ কোটি টাকা। এডিপি- ১৯,০০০ কোটি টাকা। ১৯৮২-৮৩: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ৪,৭৩৮ কোটি টাকা। এডিপি- ২,৭০০ কোটি টাকা। ১৯৮৩-৮৪: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ৫,৮৯৬ কোটি টাকা। এডিপি- ৩,৪৮৩ কোটি টাকা। ২০০৯-১০: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত।বাজেটের আকার- ১,১৩,৮১৫ কোটি টাকা। এডিপি- ২৮,৫০০ কোটি টাকা। ২০১০-১১: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ১,৩২,১৭০ কোটি টাকা। এডিপি- ৩৫,১৩০ কোটি টাকা। ২০১১-১২: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ১,৬১,২১৪ কোটি টাকা। এডিপি- ৪১,০৮০ কোটি টাকা। ২০১২-১৩: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত।বাজেটের আকার- ১,৯১,৭৩৮ কোটি টাকা। এডিপি- ৫২,৩৬৬ কোটি টাকা। ২০১৩-১৪: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ২,২২,৪৯১ কোটি টাকা। এডিপি- ৬০,০০০ কোটি টাকা। ২০১৪-১৫: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ২,৫০,৫৬০ কোটি টাকা। এডিপি- ৭৫,০০০ কোটি টাকা। ২০১৫-১৬: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত।বাজেটের আকার- ২,৯৫,১০০ কোটি টাকা। এডিপি- ৯৩,৮৯৪ কোটি টাকা। ২০১৬-১৭: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ৩,৪০,৬০৫ কোটি টাকা। এডিপি- ১,১০,৭০০ কোটি টাকা। ২০১৭-১৮: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ৪,০০,২৬৬ কোটি টাকা। এডিপি- ১,৪১,৩৮১ কোটি টাকা। ২০১৮-১৯: বাজেট প্রস্তাবক- এ এম এ মুহিত। বাজেটের আকার- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা। এডিপি- ১,৭৩,০০০ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ