Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে করোনা বৃদ্ধি পেলেও নিয়ন্ত্রণে--জেলা প্রশাসন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৪:৩৯ পিএম

যশোর জেলায় করোনা সংক্রমণ একটু বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণের বাইরে নয়। করোনা প্রতিরোধ কমিটি প্রতিনিয়ত এসব বিষয়ে আলোচনা করছে।

করোনা পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান একথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে যশোরের পুলিশ সুপার প্রলয়কুমার জোয়ারদার ও সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আলোচনা করেন।
জেলা প্রশাসক আরো জানান, করোনা নিয়ন্ত্রণে যেসব স্বাস্থ্যবিধি আরোপিত আছে, তা আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে এবং জনসচেতনতায় আরও বেশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তবে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন পিছপা হবে না।

সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সীমান্তবর্তী জেলা যশোরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর, বিমানবন্দর, রেলজংশন আছে। সড়ক যোগাযোগে বহু জেলার সঙ্গে সংযুক্ত রয়েছে যশোর। সেক্ষেত্রে করোনাসহ যেকোনও নতুন রোগ সংক্রমণের ক্ষেত্রে এই জেলা ঝুঁকিপূর্ণ।

২০২০ সালে প্রতিদিন গড়ে ১০০ জন সংক্রমিতও হয়েছে। কিন্তু এই বছরের এপ্রিলে সংক্রমণের হার ছিল ২৫ শতাংশ, মে মাসে ১৮ শতাংশ আর জুন মাসের এই তিনদিনের প্রথম দিনে ২৮-২৯ শতাংশ, দ্বিতীয় দিনে ২৩ শতাংশ এবং আজকে ২৩ দশমিক ৫ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ