Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় গত চার দিনে ২৪ জন করোনায় আক্রান্ত

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৩:৫৯ পিএম

পুঠিয়ায় গত চার দিনে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জনু) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুর মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার উপসর্গ নিয়ে সোমবার (৩১ মে) থেকে বৃহস্পতিবার (০৩ জুন) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে নমুনা দেন ৭২ জন। এদের মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ হয়। করোনা পজেটিভ রুগিরা হলেন, পুঠিয়া পৌরসভা কাঁঠালবাড়িয় ওয়ার্ডের হলদার পাড়ার গোর হলদারের ছেলে গুরুপদ (৭০), নিমপাড়া চারঘাট এলাকার করিম প্রাং ছেলে হাবিল (৫৫), ঝলমলিয়া এলাকার সারাফত আলীর স্ত্রী আয়শা বেগম (৩৫), ওমরগাড়ি এলাকার আফাজ উদ্দিনের ছেলে সুজন (২৭), পালোপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে রমজান (৫৮), বেলপুকুর আগালা এলাকার মুনছুর আলীর ছেলে ইয়াকুব (৩০), নিমপাড়া এলাকার শেকের শাহ ছেলে সানোয়ার (৫৫), নিমপাড়া এলাকার জিহাদ সরকারের ছেলে সাজ্জাদ (৪৫), নিমপাড়া এলাকার হাসানের স্ত্রী বেদানা বেগম (২৩), একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মোজাম্মেল (৫০), পুঠিয়া এলাকার ইসমাইলের ছেলে খালেদ (৪৫), পুঠিয়া বাজার এলাকার মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (৪০), ঝলমলিয়া এলাকার সিরাজ শাহ ছেলে ফরিদ (৫০), তাহেরপুর এলাকার আব্দুস সালামের ছেলে মহসিন (২৮), বালাদিয়ার এলাকার আবু বক্করের ছেলে আমিরুল (৪০), গোপালহাটি এলাকার নুরুলের ছেলে হাবিব (২৪), তারাপুর এলাকার কাসেম উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৭৫), কৃষ্ণপুর এলাকার আব্দুল মহিদের ছেলে মুনসুর রহমান (৪৩), শিলমাড়িয়া চন্দনমাড়িয়া এলাকার মৃত মুনছুর ব্যাপরির ছেলে আলী আহম্মেদ (৪২), বানেশ্বর শাহবাজপুর এলাকার মৃত আঃ আজিজের ছেলে সাহাদৎ (৩২), নিমপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী শাবানা বেগম (৪৯), পুঠিয়া তারপুর এলাকার মোশারফের স্ত্রী শামীমা বেগম (৪০), মোশারোফের মেয়ে মিথিলা (১৮), শিলমাড়িয়া চন্দনমাড়িয়া এলাকার আলী আহম্মেদের স্ত্রী শাহানাজ বেগম। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৩ শতাংশ। আক্রান্ত সবাইকে চিকিৎসা দিয়ে বাড়িতে আইশোলেসনে পাঠানো হয়েছে বলে এ চিকিৎসক জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ