Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ওটিটির ছবি মনোনীত হবে অস্কারে!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ২:১৭ পিএম

বিগত ১৫ মাসে করোনা মহামারীর জেরে বিশ্বব্যাপী অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। এই সময়ে ডিজনি+, এইচবিও ম্যাক্স, নেটফ্লিক্স এবং অ্যামাজনের মতো স্ট্রিমিং প্লাটফর্ম গুলিতে কয়েক ডজন ছবি মুক্তি পেয়েছে। তাই অনলাইন স্ট্রিমিং ছবিগুলো এবারও একাডেমি পুরস্কারের জন্য বিবেচিত হবে বলে জানিয়েছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স।

সম্প্রতি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা মহামারীর জেরে এই নিয়ে দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৈরি ছবিগুলো ওটিটিতে মুক্তি পাচ্ছে। যার ফলে এমন অনেক ছবি আছে যেগুলো অস্কারের জন্য মনোনীত হতে পারে। এমনকি ওটিটিতে স্ট্রিমিং এই ছবিগুলো অস্কারের জন্য বিবেচনার জন্য যোগ্য হতে পারে।

উল্লেখ্য, হলিউডের এতিহ্যবাহী স্থানে ২০২২ সালের ২৭ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে। যদিও আগে ২৭ ফেব্রুয়ারি ২০২২ অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বছরের (২০২১) অস্কার অনুষ্ঠানও করোনা মহামারীর কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। এছাড়া ডাউনটাউন লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে প্রথমবার অস্কার অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ