বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ উপজেলাটিতে নতুন ৫৯জনসহ জেলায় আক্রান্ত হয়েছেন আরও ৯৮জন। নতুন আক্রান্তের হার শতকরা ৩৩দশমিক ১১। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮হাজার ৮১৩জন। যারমধ্যে মারা গেছেন ১২২জন।
বৃহস্পতিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা মাসুম ইফতেখার।
তিনি জানান, গত ২৪ঘন্টায় জেলার তিনটি ল্যাবে ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৯৮টি পজিটিভ ও ১৯৮টি নেগেটিভ আসে। সদর উপজেলায় আশংকাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গত এক সপ্তাতে উপজেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় দুই শতাধিক ব্যক্তি। মারা গেছেন একাধিক রোগী। জেলার সর্বচ্চো আক্রান্তও এ উপজেলায় ৩০৬২জন। জেলায় মোট আইসোলেশনে রয়েছেন ২০৫১জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৫জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।