Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনচেলোত্তিকে ফেরাল রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১২:০২ এএম

অনেক নামই শোনা যাচ্ছিল। তবে পরীক্ষিত কোচেই আস্থা রাখলো রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের ছেড়ে যাওয়া চেয়ারে ডেকে নেওয়া হলো কার্লো আনচেলোত্তিকে। দ্বিতীয় দফায় তিন বছরের জন্য রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নিয়েছেন এই ইতালিয়ান।
ফের আনচেলোত্তিকে কোচের দায়িত্ব দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত লস বøাঙ্কোদের দায়িত্ব সামলেছিলেন ৬১ বছর বয়সী এই কোচ। তার একসময়কার সহকারী জিদান ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর অনেক নাম উচ্চারিত হলেও রিয়াল পুরনো কোচকেই আবার ফেরালো সান্তিয়াগো বার্নাব্যুতে।
বলতে গেলে আনচেলোত্তির নাম সেভাবে উচ্চারিতই হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ‘প্লান-বি’ ছিলেন এই ইতালিয়ান। কিন্তু পছন্দের তালিকার ওপরের দিকে থাকা মাসিমিলিয়ানো আলেগ্রি কিংবা মাউরিচিও পোচেত্তিনোকে না পাওযায় শেষ পর্যন্ত আনচেলোত্তিতেই আস্থা রেখেছে মাদ্রিদের ক্লাবটি।
জিদান চাকরি ছাড়ার পর শোনা গেছে অনেক নাম। যার মধ্যে আলেগ্রি-পোচেত্তিনো ছাড়াও ছিলেন রিয়াল কিংবদন্তি রাউল, জাবি আলোনসো, আন্তোনিও কন্তে; এমনি জার্মানির দায়িত্ব ছাড়তে যাওয়া ইওয়াখিম লোর নামও। কিন্তু শিরোপাহীন মৌসুম পার করে নতুন উদ্যোমে নতুন মৌসুম শুরুর আগে চেনাজানা আনচেলোত্তিকেই বেছে নিয়েছে তারা।
২০১৩ সালে প্রথম দফায় রিয়ালের দায়িত্ব নিয়ে আনচেলোত্তি রিয়ালকে এনে দিয়েছিলেন দশম চ্যাম্পিয়নস লিগ। তাতে চ্যাম্পিয়নস লিগের হাহাকার দ‚র হয় বার্নাব্যুতে। সবশেষ প্রিমিয়ার লিগের দল এভারটনে কাজ করা এই অভিজ্ঞ কোচ রিয়াল ক্যারিয়ারে ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জিতেছেন একটি করে কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। যদিও লা লিগা ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার।
নতুন মিশনে অধরা সেই ট্রফির সঙ্গে ইউরোপসেরা হওয়ার চ্যালেঞ্জ তো থাকবেই ভিন্ন দুটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আনচেলোত্তির।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনচেলোত্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ