বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫টি মামলায় ৯ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার কাপ্তাইয়ের রেশন বাগান পুলিশ চেকপোস্ট এলাকায় সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ি চলাচল ও অন্যান্য অপরাধে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৬টি মামলায় ৭ হাজার ২শ’ টাকা এবং ২টি মামলায় ৫শ’ টাকা এবং ৭টি মামালায় ১৫শ’ টাকাসহ সর্বমোট ২৫টি মামলায় ৯ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন। রেশন বাগান চেক পোস্টের পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।