মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভিডিও শেয়ারিং একটি অ্যাপ স্ক্রল করতে করতে হঠাৎ করে চোখ একটি ভিডিওতে আটকে যায় এক ব্যক্তির। সেই ভিডিওতে তিনি দেখতে পান যে, তার স্ত্রী অন্য আরেক ব্যক্তিকে বিয়ে করছেন। চীনের এক ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি চীনের ইনার মঙ্গোলিয়ার বায়ান্নুরের বাসিন্দা। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এরপর এক ঘটকের দ্বারস্থ হন ওই ব্যক্তি। লি নামের ওই ম্যাচমেকার তাকে গানসু নামের এক নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। গত জানুয়ারি মাসে ওই নারীর সঙ্গে এই ব্যক্তির বিয়ে হয়। বিয়ের আগে যৌতুক হিসেবে ওই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার ইউয়ানও নেন ওই নারী। তবে নানা টালবাহানা করে ওই নারী তাদের বিয়ে নিবন্ধন করতে দেননি। তাই তাদের ঐতিহ্যগত বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পর ওই নারী বিভিন্ন বাহানা দিতে থাকেন। তার পরিবারকে তিনি মিস করছেন তাই বাড়ি ফিরে যেতে হবে বলেও ওই ব্যক্তিকে জানান ওই নারী। এরই মধ্যে গত মার্চে একটি ভিডিওতে ওই ব্যক্তি দেখতে পান, তার স্ত্রীর মতো দেখতে এক নারী আরেক ব্যক্তিকে বিয়ে করছেন। এরপর তিনি ওই বিয়ের অনুষ্ঠানে গিয়ে সত্য জানার চেষ্টা করেন। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হয়ে যান। কারণ ভিডিও’র ওই নারী আসলে তার স্ত্রী। এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারেন আরও ১৮ জনকে একই কায়দা ধোঁকা দিয়েছেন ওই নারী। টাইমস নাউ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।