Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিউ সংখ্যা ভাল গানের মান নয়-কাজী শুভ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১২:০১ এএম

এখন সবাই ইউটিউবের ভিউয়ের পিছনে দৌড়াচ্ছে। গান, নাটক সবকিছুই ভিউ বাড়ানোর চিন্তা নিয়ে করা হচ্ছে। তাই ভালো কাজের সংখ্যা কমে গেছে। কথাগুলো বলেছেন, তরুণ সঙ্গীতশিল্পী কাজী শুভ। তিনি বলেন, সত্যিকার অর্থে ইউটিউব গানের প্ল্যাটফরম নয়। এটা দেখার জায়গা। আর গান দেখার বিষয় না। শোনার বিষয়। প্রচারের জন্য হয়তো মিউজিক ভিডিও করা হয়। তার অর্থ, সেগুলো ভাল গান তার মনে করার কারণ নেই। ইউটিউবে ভালো গানের ভিউ কম হচ্ছে। ভিউয়ের পিছনে দৌড়ানোর কারণে ভাল গানের পরিবর্তে সস্তা গান বেশি হচ্ছে। মানুষও ইন্টারনেটের ডাটা কিনে চটকদার গান ও কন্টেন্টে ক্লিক করে। এটাই বাস্তবতা। শুভ বলেন, গানের প্ল্যাটফরম ইউটিউব নয়। অডিওর চাইতে যদি ভিডিওতে বেশি মনোযোগ দিতে হয় সেখানে ভালো গান আশা করা যায় না। গান সহজ বিষয় নয়। এটা ধ্যান-জ্ঞানের বিষয়। প্রযুক্তির এ যুগে ভাল গান শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য আলাদা প্ল্যাটফরম লাগবে। অ্যাপসগুলোকে আরো উন্নত করতে হবে। গানের আলাদা অ্যাপ থাকলে হয়তো সংকট কাটবে। তাছাড়া ভালো গানের প্রচারের মাধ্যম কম। চ্যানেলগুলোতে গানের অনুষ্ঠান কম। গানের চ্যানেল নেই বললেই চলে। গানের আলাদা চ্যানেল বেশি হলে সেখানে নতুন গানের প্রচার সম্ভব। শ্রোতা-দর্শকও ভাল গান উপভোগ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ