বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মধুপুরে রব আইসক্রিম এবং রতন পাতি জর্দ্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভেজাল আইসক্রিম এবং জর্দ্দা তৈরীর করায় আর্থিক জরিমানা করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এবং মধুপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীনের নেতৃত্বে একটি দল রব আইসক্রিম এবং রতন পাতি জর্দ্দা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় রব আইসক্রিমের মালিক সিরাজগঞ্জ সদরের রফিকুল ইসলামের ছেলে মোস্তাকিন হোসাইন (৩০) কে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রতন পাতি জর্দ্দা কারখানার মালিক মধুপুর উপজেলার টেংরী গ্রামের আছব আলীর ছেলে রাসেল মিয়া (৪৫) কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ম্যাজিস্ট্রেট কারখানা দুইটি সিলগালা করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।