Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী অঞ্চলে সড়ক দুর্ঘটনা বাড়ছে

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : : রাজশাহী অঞ্চলে রাজপথগুলো ক্রমেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। রাস্তার দু’ধারে অবৈধ স্থাপনা, অটোরিকশা সিএনজি ও ভটভটির বেপরোয়া চলাচল ও বাস-ট্রাক চালকদের অদক্ষতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এর মধ্যে বেশিরভাগ দুর্ঘটনা মোটরসাইকেল ও ভুটভুটির সাথে। এসব দুর্ঘটনার মধ্যে রাস্তা পারাপার, মুখোমুখি সংঘর্ষ, পথচারীকে ধাক্কা দেয়া, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনাই বেশি দেখা যায়। গত ৯ মাসে রাজশাহী অঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২০ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ২৪, ফেব্রুয়ারি মাসে ২৬, মার্চ মাসে ২৪, এপ্রিল মাসে ২০, মে মাসে ১০, জুন মাসে ৪২, জুলাই মাসে ২৮, আগস্টে ২২ ও চলতি সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের তথ্য অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ নাজিম উদ্দিন এ তথ্য জানান।
গত ঈদুল আযহার আগে ও পরে ১৫ দিন রাজশাহীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অর্ধশতর বেশি আহত হয়। ঈদুল ফিতরের দু’দিন আগে নগরীর চৌদ্দপাই এলাকায় ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। তার কিছু দিন পরে রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়। তার কিছুদিন পরে নগরীর লিলি হল এলাকায় র‌্যাবের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৫ র‌্যাব সদস্য আহত হন। গত শনিবার নগরীতে পৃথক ঘটনায় অটোরিকশা উল্টে গ্যারেজের এক শিশু হাসান আলী (১২) শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশ সূত্র জানায়, এসব দুর্ঘটনা সাধারণত চালক একটা টিপ থেকে এসে আবার টিপে চলে যায়। আবার বেশিরভাগ চালক অদক্ষ। তারা কোনোমতে গাড়ি চালানো শিখে রাস্তায় নেমে যায় বলে দুর্ঘটনা ঘটে বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী অঞ্চলে সড়ক দুর্ঘটনা বাড়ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ