বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বুধবার দৈনিক ইনকিলাবে বগুড়ায় রাতারাতি কেজি প্রতি পেঁয়াজের দাম বাড়ার খবর প্রকাশের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ফলে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে ১০ এবং খুচরা বাজারে ৫ টাকা কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দর।
দুপুরে বগুড়ার পাইকারী পেঁয়াজ ও মশল্লার আড়তের একাধিক সুত্র ফোন করে ইনকিলাব বগুড়া ব্যুরোকে জানায়, যে কোন সময় বাজার মনিটরিং সেলের আগমন ঘটার আশংকায় কেজি প্রতি বৃদ্ধি পাওয়া ১০ টাকা দর কমানোর সিদ্ধান্ত হয়েছে।
দুপুরে সত্যি সত্যিই আড়তে চলে আসে ভ্রাম্যমান বাজার মনিটরিং সেলের একটি টিম । তারা পরিদর্শন শেষে আড়তদারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বলে জানান বিশিষ্ট আমদানিকারক ও ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ।
এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দর প্রতিকেজিতে ১০ টাকা কমলেও খুচরা বাজারে কমেছে ৫টাকা । এর কারন হিসেবে কুচরা ব্যবসায়ীরা জানায় , তারা মঙ্গলবারে বর্ধিত দামে কেনা পেঁয়াজের স্টক শেষ করতে না পারায় দাম কমানো সম্ভব হয়নি। ফলে খুচরা বাজারে বুধবার পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে । মঙ্গলবার যেটা বিক্রি হয় ৬০ টাকা কেজি দরে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।