Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তারকা দম্পতি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১০:৫৮ এএম

দীর্ঘ ২৭ বছরের পথ চলা…অবশেষে ইতি দাম্পত্য জীবনের। দীর্ঘ যাত্রাপথে বিরতি টানলেন হলিউড অভিনেতা ব্লেয়ার আন্ডারউড এবং তার স্ত্রী ডিজায়ার দা কোস্তা। ইনস্টাগ্রামে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দা কোস্তা।

সামাজিক মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে দা কোস্তা লেখেন, “অসংখ্য ভাবনা, প্রার্থনার পর আমরা আলাদা এবং সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার, যা শুরু হয়েছিল ২৭ বছর আগে।” তিনি যোগ করেন, “এই দীর্ঘ যাত্রাপথ ছিল নিঃসন্দেহে সুমধুর।”

যদিও তাদের তিন ছেলেমেয়ের দেখাশোনা এখনও এক সঙ্গেই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওই তারকা দম্পতি। পাশাপাশি তাদের দাবি বৈবাহিক বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধু থাকবেন তারা। তাদের তিন সন্তানের বয়স যথাক্রমে ২৪, ২২ এবং ১৯।

৮০’র দশকের শেষের দিকে এলএ ল-র মধ্যে দিয়ে পরিচিত পেয়েছিলেন আন্ডারউড। পেয়েছেন গোল্ডেন গ্লোবের মনোনয়নও। তার ঝুলিতে রয়েছে একটি গ্র্যামিও। এত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার মন খারাপ তাদের ভক্তদের। যদিও আগামী জীবনের জন্য শুভেচ্ছাও কুড়িয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ