নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেলো টিম বিজেএমসি। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে তারা উত্তর বারিধারা ক্লাবকে ২-১ গোলে হারায়। এই জয়ে সাত ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে তালিকার সপ্তম স্থানে উঠে এলো বিজেএমসি। সমান ম্যাচে বারিধারার সংগ্রহ ৩ পয়েন্ট। তারা আগের ১১তম অবস্থানেই রয়ে গেল।
প্রায় এক মাসের বিরতি শেষে কাল ফের মাঠে গড়ালো পেশাদার লিগ। সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে বিজেএমসি ও উত্তর বারিধারা মুখোমুখি হলেও লিগের শুরু থেকে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিলো না তারা। বিজেএমসি ষষ্ঠ রাউন্ড শেষ করেছিলো দশম অবস্থানে থেকে। আর উত্তর বারিধারা ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়ে ছিল এগারতম স্থানে।
একই মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-২ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। এই জয়ে সাত ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে উঠে এলো শেখ জামাল। সমান ম্যাচে মুক্তির সংগ্রহ ১২ পয়েন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।