Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের পেটারসনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার দুইদিনব্যাপী কনসুলেট সেবা

যুক্তরাষ্ট্র থেকে মাহফুজ আদনান | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৯:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিউজারসির পেটারসনে গত ২৯, ৩০ মে হয়ে গেল ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে ও বাংলাদেশ কনসুলেট অফিস নিউইয়র্কের সহযোগীতায় দুইদিনব্যাপী ভ্রাম্যমান কনসুলেট সেবা প্রদানকালে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

পেটারসনের বিডি সুপারমারকেটে সকাল ১০ টা বিকাল ৫ টা পর্যন্ত এ কনসুলেট সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন, কনসাল জেনারেল সৈয়দা ফয়জুননেসা, ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, কনসাল আয়শা খাতুন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, মনজুর চৌধুরী জগলু, ভারপ্রাপ্ত সাধারন লোকমান হোসেন, বিডি সুপারমার্কেটের পরিচালক আককাস আলী, ইসবর আহমদ, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মাহফুজ আদনান সহ পেটারসনের সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

উপস্থিত কনসাল জেনারেল সৈয়দ ফয়জুননেসা বলেন, নিউইয়র্ক কনসুলেট সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে আছে। আমরা চাই যেন প্রবাসী বাংলাদেশীরা আমাদের থেকে সঠিকভাবে সেবা পেয়ে থাকে। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল বাংলাদেশ কনসুলেট অফিসকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা প্রতিবছর নিউইয়রক কনসুলেটের সহযোগিতায় এরকম কর্মসূচি গত ৭ বছর যাবত করে আসছি। পেনডামিকের কারণে গেল বছর আমরা আয়োজন করতে পারি নাই। সকলের সহযোগিতায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ