মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চারদিনের ব্যবধানে বাবা মা দুজনেরই মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যু হওয়ায় সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি। সাহায্যের জন্য দরজায় দরজায় ঘুরলেও কেউ মুখ ফিরে তাকায়নি। শ্রাদ্ধের দিন উল্টো ছবি দেখে তাই ধাক্কা খেতে হয়েছে ভারতের বিহার রাজ্যের এক বাসিন্দাকে। বিহারের অররিয়া জেলার বিষ্ণুপুরা গ্রামের বাসিন্দা সোনি নামের ওই তরুণী। বাড়িতে তার ১৪ বছরের ভাই নীতিশ আর ১২ বছরের বোন চাঁদনীও রয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের বাবা মা দুজনেই। সেসময় তাদের সৎকারের জন্য বাড়ি বাড়ি ঘুরতে হয়েছিল এই অনাথ শিশুদের। সংক্রমণের ভয়ে কেউ সাহায্য করেননি। নিরুপায় হয়ে নিজেদের বাড়ির উঠানেই মায়ের লাশ কবর দিতে হয়েছে তিন ভাই বোনকে। কিন্তু তিন জনেই অবাক হয়েছে শ্রাদ্ধের দিন। কারণ দরকারের সময় যে চেনা মুখগুলো ফিরেও তাকায়নি, বিনাপয়সায় খাবার খেতে তারা সবাই হাজির। ১৫০ জন আত্মীয়স্বজন আর প্রতিবেশী উপস্থিত হয়েছিলেন শ্রাদ্ধের অনুষ্ঠানে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।