Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শহরের অদূরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কালীতলায় একটি ইটভাটা গত শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের কালীতলায় অবস্থিত মো. জাহাঙ্গীর আলমের ‘বি এম ব্রিকস্’ নামক একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো খগেন চন্দ্র রায় (৩২)। গত শনিবার বিকালে শ্রমিক খগেন চন্দ্র রায় কাজ শেষে ওই ইটভাটার বৈদ্যুতিক পাম্প চালু করে গোসল করেন। গোসল শেষে বৈদ্যুতিক পাম্প বন্ধ করতে সে ভেজা শরীরে ও খালি পায়ে বৈদ্যুতিক সুইচ বোর্ডের প্লক খুলতে গেলে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ইটভাটার অন্যান্য শ্রমিকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত শ্রমিক খগেন চন্দ্র রায়ের বাড়ি সৈয়দপুর উপজেলার পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী জোতরঘু গ্রামের শ্রী জীতেন চন্দ্র রায়ের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ