মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : একটি মাত্র বিমান না ফেলেও কেবল মাত্র ৪০ জন পাইলটকে হত্যা করেই ব্রিটেনের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বহরকে বসিয়ে দিতে পারবে রাশিয়া। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর কাছে পাঠানো সেনাবাহিনীর অভ্যন্তরীণ মেমোতে এ আশংকা ব্যক্ত করেছেন দেশটির এক অবসরপ্রাপ্ত জেনারেল। এ খবর দিয়েছে ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস। গত এপ্রিল মাসে ১০ পৃষ্ঠার মেমোটি ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়। এটি পাঠিয়েছিলেন জেনারেল রিচার্ড ব্যারোন্স। তিনি একই মাসে ব্রিটিশ জয়েন্ট ফোর্সেস কমান্ড থেকে অবসর নিয়েছেন। এতে, ব্রিটিশ সেনাবাহিনীর নানা দুর্বলতার কথা তুলে ধরেছেন ব্যারোন্স। তিনি বলেন, ব্রিটিশ বাহিনী দুর্বল প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে অভ্যস্ত। এমন দুর্বল প্রতিপক্ষের বিমান বাহিনী নেই, সেনা অভিযানের যোগ্যতা নেই বা ইলেক্ট্রনিক যুদ্ধ জানে না। প্রচলিত ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্রও এসব প্রতিপক্ষের নেই। কিন্তু অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র সজ্জিত শক্তিশালী কোনো দেশের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা ব্রিটেনের নেই উল্লেখ করে তিনি রাশিয়াকে নিজ দেশের শত্রু হিসেব চিহ্নিত করেছেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বড় ধরনের লড়াই শুরু হলে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী বড়জোর হোয়াইট হল নামে পরিচিত লন্ডনের গুরুত্বপূর্ণ সরকারি ভবনসহ রানীর প্রাসাদ এলাকা কেবল রক্ষা করতে পারবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।