Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

তুরস্কে আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৪০ বিদেশি গ্রেফতার

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪০ জন বিদেশি নাগরিককে আটক করেছে তুরস্কের সন্ত্রাসবিরোধী পুলিশ। গত রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাডুলু জানায়, ইস্তাম্বুলের ২৩টি স্থানে হানা দিয়ে পুলিশ আফগানিস্তান, ইরান, ইরাক এবং আজারবাইজনের ওই নাগরিকদের আটক করে। আটক সন্দেহভাজনদের কেউ কেউ সিরিয়ার সংক্ষুব্ধ অঞ্চলগুলোতে বেশ কয়েকবার যাতায়াত করেছেন। একবছর ধরে তুরস্কে আইএস এবং কুর্দি বিদ্রোহীরা ধারাবাহিকভাবে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। গেল মাস থেকে তুরস্ক সিরিয়ায় আইএসের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান শুরু করে এবং তুর্কি সীমান্ত থেকে আইএস জঙ্গিদের হঠিয়ে দেয়। পাশাপাশি কুর্দি বিদ্রোহীরা যেন আইএসের ফেলে যাওয়া এলাকাগুলোর দখল নিতে না পারে তাও নিশ্চিত করার জন্যেই সিরিয়ায় তুরস্কের এই অভিযান। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী আইএসে হাজারও বিদেশি নাগরিক যোগ দিয়েছেন। এরমধ্যে তুরস্ক, যুক্তরাজ্য, ইউরোপের অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও রয়েছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৪০ বিদেশি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ