মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মাত্র ২৫ বছর বয়সেই অধিকাংশ সময় তাকে কাটাতে হয়েছে হাসপাতালের বিছানায়। এর মধ্যে চিকিৎসকরা শতাধিকবার তার শরীরে কাঁচি দিয়ে কাঁটাছেঁড়া করেছেন। তারপরও মেয়েটির প্রার্থনা চিকিৎসক যেন তার হাতটি না কাটেন! জটিল চর্মরোগে আক্রান্ত হয়ে লাহোরের শেখ জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন ফউজিয়া ইউসূফ। মাত্র আট বছর বয়সেই ফিব্রোমেটোসেস রোগে আক্রান্ত হন ফউজিয়া। হাড়ের পাশে নরম টিস্যুতে এ রোগ যেকোনো বয়সেই হতে পারে বলছে চিকিৎসাবিজ্ঞান। রোগ থেকে মুক্তি পেতে চিকিৎসকরা তার আক্রান্ত বাম হাত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। তবে ফউজিয়া বলেন, আমি আরো অস্ত্রোপচারের জন্য প্রস্তুত। তবুও যেন আমার হাতটি না কাটা হয়। আর হাত ছাড়া বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়, হাসপাতালের বিছানায় এমনটি কামনা করছেন ফউজিয়া। এদিকে, বাম হাত থেকে রোগের বিস্তার ঘাড় ও শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। হাসপাতাল আমার দ্বিতীয় ঘর উল্লেখ করে ফউজিয়া বলেন, যুদ্ধ করে বেঁচে থাকলেও হ্যান্ডিকেপড পারসন হয়ে বাঁচতে চাই না। প্রতি মাসে ওষুধ বাবদ ফউজিয়ার জন্য ১৫ হাজার রুপি (পাকিস্তানি) ব্যয় হয়। এজন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক প্রফেসর শফিক আহমেদ বলেন, চিকিৎসাশাস্ত্রে এধরনের ঘটনা বিরল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।