Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকান্ড দাবি

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসবাদী’কর্মকা- হিসেবে দাবি করেছেন গভর্নর অ্যান্ড্রিউ কুমো। তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে এ হামলার যোগসূত্র পাওয়া যায়নি। এর আগে বিস্ফোরণটিকে ‘ইচ্ছাকৃতভাবে’ ঘটানো অপরাধ বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তদন্তকারীরা এ ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসের কোনো যোগসূত্র’ খুঁজে পায়নি বলে জানিয়েছিলেন তারা। গত শনিবার রাতের ম্যানহাটনের চেলসি এলাকায় বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় ২৯ জন। এ ঘটনার পর নিউ ইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-ট্রেনসহ বিভিন্ন স্টেশনে নিরাপত্তা বাহিনীর এক হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম বোমাটি বিস্ফোরণের চারটি ব্লক পরেই দ্বিতীয় আরেকটি ডিভাইসের সন্ধান পাওয়া যায়। ওই ডিভাইসটিকে নিরাপদে অপসারণ করা সম্ভব হয়েছে। গত রোববার বোমা হামলার স্থল পরিদর্শন শেষে অ্যান্ড্রিউ কুমো বলেন, আমাদের সৌভাগ্য কেউ নিহত হয়নি। তিনি বলেন, যে বা যারাই এ বোমা পেতেছে আমরা তাদেরকে খুঁজে বের করব এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসব। সাংবাদিকদের কুমো বলেন, নিউ ইয়র্কে বোমার বিস্ফোরণ অবশ্যই সন্ত্রাসী কর্মকা-। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউইয়র্কে বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকান্ড দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ