রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জনগণের জমিরমূল্য পরিশোধ সাপেক্ষে গ্যাস লাইন স্থাপন করতে বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি জমির মূল্য পরিশোধ করতে বলায় নিরীহ জনগণের নামে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর করা মামলা প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করতে বলেন কর্তৃপক্ষকে। নিরীহ মানুষের নামে নয় কাদের সিদ্দিকী তার নামে মামলা করতে বলেন।
গত শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার সিলিমপুর গ্রামে তার খামার বাড়ির ওপর দিয়ে গ্যাস লাইন নির্মাণ কাজ শুরু করতে গেলে সেখানে উপস্থিত হন। এসময় তিনিসহ অন্যান্য মালিকদের জমির টাকা পরিশোধ করে গ্যাস লাইন স্থাপন করতে বলেন। উল্লেখ্য, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ধনুয়া-নলকা ৩০ ইঞ্চি গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে। ক্ষতিপূরণ না দিয়ে গ্যাস লাইনের কাজ করতে গেলে বাধা দেন ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রকল্প পরিচালক (পিডি) শামসুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনের নামে সখীপুর থানায় মামলা করেন। পুলিশ চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
প্রকল্প পরিচালক (পিডি) শামসুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জনগণের ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা আছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে সেখান থেকেই টাকা বুঝে নিতে তিনি অনুরোধ করেন। পাইপ স্থাপনে অবৈধভাবে বাধা দেয়ায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।