Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো একজনের মৃত্যু ৪৮ ঘন্টায় আক্রান্ত ৫৪

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ২:২৫ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে গত ৪৮ ঘন্টায় আরো ১ জনের মৃত্যুর সাথে ৫৪ জন নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে চলতি মাসের ৩০ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৮৮৩ জন আক্রান্তের পাশাপশি ২১ জনের মৃত্যু হল। আর গতবছর মার্চের মধ্যভাগ থেকে এবছরের ৩০ মে সকাল পর্যন্ত দক্ষিনাঞ্চলে ১ লাখ ৫ হাজার ৪৫ জনের নমুনা পরিক্ষায় ১৫ হাজার ৪৮৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। যারমধ্যে রোববার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় ৫৬১ জনের নমুনা পরিক্ষা হয়েছে। সর্বশেষ হিসেবে দক্ষিণাঞ্চলে করোনা সনাক্তের হার ১৪.৭৯%। যার মধ্যে মারা গেছেন ২৮৬ জন। মৃত্যুহার ১.৮৫%।
রোববার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের সংক্রমিত ৫৪ জনের মধ্যে সর্বাধীক সংক্রমিত বরিশাল মহানগরী সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ জন। যারমধ্যে মহানগরীতেই সংখ্যাটা প্রায় ১৭। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্তেরর সংখ্যা ৭ হাজার অতিক্রম করে আরো ৫ জন যোগ হয়েছে। আক্রান্তের এ সংখ্যার মধ্যে মহানগরীতেই প্রায় সাড়ে ৫ হাজার। আর জেলাটিতে করোনা সংক্রমনে মৃত ১২১ জনের মধ্যে মহানগরীতেই মারা গেছেন ৬৬ জন।
গত ৪৮ ঘন্টায় একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ জন। গত ৪৮ ঘন্টয় নতুন ১২ জন সহ জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৩। ভোলাতেও গত ৪৮ ঘন্টায় ৬ জন সহ মোট আক্রান্ত ১ হাজার ৯২৬ জনের মধ্যে ২৬ জনের মৃত্যু ঘটেছে। পিরোজপুরে এসময়ে নতুন ৬ জন সহ মোট আক্রান্ত ১ হাজার ৬৬৪ জনের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। বরগুনাতে এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। গত ৪৮ ঘন্টায় জেলাটিতে ৭ জন সহ মোট আক্রান্ত ১ হাজার ২৬৭ । আর ঝালকাঠীতে এসময়ে নতুন আক্রান্ত মাত্র ১ জন হলেও জেলাটিতে এ পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৩৩১ জনের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেব গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৬২ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৬৭৪ জন। সুস্থতার হার এখন ৮৭.৯৩%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ