বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে কিশোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করে মোটিভেশনের পর শনিবার রাতে তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান আরএমপি পুলিশ।
বিজ্ঞপ্তিতে ও ঘটনা সূত্রে জানা যায়, আরএমপি বোয়ালিয়া থানার এসআই মোঃ গোলাম মোস্তাফা ও তার টিম বাস টার্মিনাল এলাকায় ডিউটি করছিলো। এসময় রাত ৯টায় এসআই মোঃ গোলাম মোস্তাফা বাস টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মোঃ নাসির হোসেনের সহায়তায় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ১ সদস্যকে আটক করে। এসময় তার কাছে একটি স্টিলের তৈরি হ্যান্ডগ্লাভস উদ্ধার করে পুলিশ।
আটককৃত কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, হ্যান্ডগ্লাভসটি সে নিউমার্কেট হতে ক্রয় করেছে। সে ব্রাদার্স ব্রিলিয়ার্ড খেলে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফের অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা হতে কিশোর গ্যাং এর আরো ২ সদস্যকে আটক করে পুলিশ।
আটককৃতদের চালচলন, শারীরিক গঠন ও চুল কাটার ধরণই বলে দেয় তারা কিশোর গ্যাং এর সদস্য। তারা বয়সে একেবারে তরুণ এবং একজনের পিতা-মাতা নেই।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক আটককৃতদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আইনগত কোন ব্যবস্থা না নিয়ে তাদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের বিষয়ে কথা বলেন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করে তাদের জিম্মায় প্রদান করেন।
পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক বোয়ালিয়া থানা পুলিশ অভিভাবকদের জিম্মায় প্রদান করা কিশোরদের সার্বক্ষনিক গতিবিধি লক্ষ্য রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।