নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অনেকটা নিভৃতেই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের প্রস্তুতি। তবে, শুধু বোর্ড পরিচালক কিংবা কাউন্সিলর নয়, নির্বাচনের অনেক কিছুই নাকি হয় ওপর মহলের সিদ্ধান্তে। এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। চলতি বছর নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে চান কি না, সে প্রশ্নের উত্তরেই এ কথা বলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বায়ত্তশাসিত এক প্রতিষ্ঠান। কোনো বোর্ডের পরিচালনা, নির্বাচন কিংবা কোনো কিছুতেই সরকারি হস্তক্ষেপের ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে আইসিসির। কিন্তু নির্বাচন সামনে রেখে বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের বক্তব্য অনেক আলোচনার জন্ম দেয়।
তিনি বলেন, সবসময় সরকারের ওপরের মহল একটা নির্দেশনা থাকে। সেটা যার পক্ষে তিনিই প্রার্থী হন। আমার যদি সময় আসে সুযোগ আসে সেটা ভিন্ন জিনিস। কিন্তু সবার আগে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন কাকে কখন কোথায় ফিট করতে হবে। কাজেই আমি আমার এই ধরনের ক্যারিয়ার সংশ্লিষ্ট যেসব জায়গা আছে সেগুলো তার ওপর ছেড়ে রাখি। তিনি সিদ্ধান্ত নেবেন কে আসবে।
বাস্তবতা বলছে, নাজমুল হাসান পাপন এবং তার নেতৃত্বাধীন প্রভাবশালী বোর্ডকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ এখনও নেই। নির্বাচনে পরিচালক থেকে সভাপতি হতে আগ্রহী বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, এমন গুঞ্জন এর আগেও বহুবার শোনা গেছে। আদৌ কি তেমন কিছু ভাবছেন তিনি?
তিনি আরো বলেন, কনস্টিটিউশন অনুসারে কাউন্সিলর হতে হবে, সেখানে কাউন্সিলর হিসেবে আমার ডিভিশন চায় কিনা বা আমি অন্য কোনো জায়গা থেকে আসি সেগুলো প্রক্রিয়াটা কিন্তু ভিন্ন। এখানে ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হয়ে আসেন বিভিন্ন বিভাগ থেকে ক্লাব থেকে সেগুলো এসে কিন্তু আমাদের সব কাউন্সিলরের ভোটে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন হয় না। প্রেসিডেন্ট নির্বাচন হয় কিন্তু বোর্ড পরিচালকদের বোর্ডে। সুতরাং সেইখানে বোর্ড পরিচালকদের চাহিদা আছে।
সবকিছু ঠিক থাকলে চলতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হবে পরবর্তী বিসিবি নির্বাচন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।