বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের প্রধান সড়কে অর্ধশত বছরের পুরাতন বিশাল আকৃতির একটি কড়ই গাছ উপড়ে পড়ে গেছে।
শুক্রবার রাত এগারোটার দিকে সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা গাছটি ঝড় বৃষ্টি ছাড়াই উপড়ে পড়ে। এতে বিদ্যুতের ৩টি খুঁটি ভেঙে পড়ে ৬টি মিটার ভেঙ্গে গেছে এবং ৩০টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনার পর থেকে শহর বিদ্যুৎবিহীন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
শনিবার সকাল এগারোটায় গিয়ে দেখা গেছে প্রধান সড়কের উপর গাছ উপড়ে পড়ায় শহরে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। সকালে সড়ক থেকে গাছ অপসারণে মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহামানের নির্দেশে গাছকাটার লোকজন কাজ করছে। অন্যদিকে ভেঙে পড়া খুটি ও ছিড়ে পড়া তার মেরামতের জন্য পল্লী বিদ্যুতের লোকজনও কাজ করছে।
বিকেল তিনটায় এ রিপোর্ট লেখা পরযন্ত গাছ অপসারণের কাজ চলছে। বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে শহরের ব্যবসায়ী দুর্ভোগের স্বীকার হয়।
মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাকির হোসেন বলেন, গাছ উপড়ে পড়ে ৩টি খুঁটি ভেঙ্গে গেছে।এছাড়া ৩০টি মিটার ক্ষতিগ্রস্ত এবং ৬টি মিটার ভেঙে পড়েছে।সকাল থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন সেগুলো মেরামতে কাজ করছে। বিকেলের মধ্যে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, উপড়ে পড়া গাছ সড়ক থেকে অপসারণের শ্রমিকরা কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।