Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিতে উইন্ডিজকেই পেলো বাংলাদেশ

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ক্যারিবীয়ান দীপপুঞ্জের মানুষগুলো আমুদে, এটা বিশ্বজোড়া স্বীকৃত। নাচে-গানে নিজেরা যেমন মেতে থাকে, মাতিয়ে রাখে পুরো পরিবেশকেও। আনন্দের কোন উপলক্ষ্য পেলে হাত-পা ছুড়ে ধিনাকতিন ছন্দহীন তাদের নাচও যেন খুঁজে পায় দৃষ্টিনন্দনতা। তাদের বদৌলতে চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেটেও আজ বিনোদনের আরেক খোড়াক গ্যাংনাম নৃত্য। যার সাক্ষি ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে বেশ ক’বার হয়েছে বাংরাদেশের ক্রিকেটানুরাগী কোটি দর্শক। আরেকবার তার সাক্ষি হলো মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। গতকাল পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখলো ওয়েস্ট ইন্ডিজ যুব দল। দারুণ এক শতক করেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানের হার এড়াতে পারেননি উমাইর মাসুদ। ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সে তাদের সহজেই ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন একটি অর্জনের পর কি আর চুপ করে বসে থাকবার জো আছে ক্যারিবীয় যুবাদের? ঠিকই মাঠের চারিদিক প্রদক্ষিণের সাথে সাথে জুড়ে দিয়েছে উদ্যাম নাচন। আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেমি-ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৭ রান করে পাকিস্তান। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে সালমান ফায়েজের সঙ্গে মাসুদের ২৮.১ ওভার স্থায়ী ১৬৪ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি গড়ার চেষ্টা করে দলটি। ৪৯তম ওভারে ফেরার আগে ১১৩ রান করেন মাসুদ। তার ১১৪ বলের ইনিংসটি গড়া ১৫টি চার ও দুটি ছক্কায়। ৫৮ রানে অপরাজিত থাকেন ফায়েজ। জবাবে ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এদেন দেন গিডরন পোপ (২৫) ও টেভিন ইমলাখ। এরপর আর পেছতে তাকাতে হয়নি দলটিকে। ইমলাখ (৫৪) ও অধিনায়ক শিমরন হেটমায়ারের (৫২) দুটি অর্ধশতক ওয়েস্ট ইন্ডিজকে সহজ জয়ের পথে নিয়ে যায়। ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে ভুল করেননি ওয়েস্ট ইন্ডিজের পরের ব্যাটসম্যানরা। শামার স্প্রিঙ্গার (৩৭), জিড গুলি (২৬*) ও কেমো পলের (২৪*) তিনটি কার্যকর ইনিংসে ১০ ওভার বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান অ-১৯ দল : ২২৭/৬ (৫০ ওভার)
উইন্ডিজ অ-১৯ দল : ২২৯/৫ (৪০ ওভার)
ফল : ওয়েস্ট ইন্ডিজ অ-১৯ ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : উমাইর মাসুদ (পাকিস্তান)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিতে উইন্ডিজকেই পেলো বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ