Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায়

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৩:৫৮ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০.৩০ হতে বেলা ১ টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি, হেলমেট ব্যবহার না করে সড়কে গাড়ী চলাচল অপরাধে সড়ক পরিবহন আইন- ৪টি মামলায় ১৪শ টাকা, দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংশ্লিষ্ট ধারায় ৫ টি মামলায় ১০ হাজার ৫শ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি করায় ২০১১ এর পশু জবাই ও মাংসের নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং কাপ্তাই প্রজেক্ট ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি দাশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। ইউএনও জানান,অভিযান পরিচালোনা অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ