Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালে নতুন সুইডিস কোচ স্টিফান

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে মাঠে নামার আগেই নতুন কোচ এনেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা দলের প্রধান কোচ হিসেবে সুইডেনের স্টিফান হ্যানসনকে নিয়োগ দিয়েছে। দায়িত্ব নিতে গতকাল রাতে ঢাকায় আসেন তিনি। আজ স্টিফানের তত্ত¡াবধানেই গুরুত্বপূর্ণ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল।
বিপিএলের ছয় রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার তৃতীয়স্থানে আছে শেখ জামাল। এখন দেখার বিষয় সুইডিস কোচ স্টিফান হ্যানসনের অধীনে লিগের বাকি খেলাগুলোতে কেমন করে বর্তমান চ্যাম্পিয়নরা।
জামালে আসার আগে স্টিফান সুইডেন, নরওয়ে, ডেনমার্কসহ বিভিন্ন দেশে ক্লাব কোচিং করিয়েছেন। এছাড়া উপমহাদেশে মিয়ানমার অনূর্ধ্ব-২৩ দলকে প্রশিক্ষণ দেয়ার অভিজ্ঞতাও তার রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামালে নতুন সুইডিস কোচ স্টিফান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ