বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে দিন দিন করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ জন। এদের মধ্যে একজন বাড়ি দেলদুয়ার এবং অপর আরেকজনের বাড়ী কালিহাতী উপজেলায়।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৭ জন, মির্জাপুরে ৩ জন, বাসাইলে ১ জন, কালিহাতীতে ৪ জন, গোপালপুরে ১ জন নিয়ে মোট ১৬ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো চার হাজার ৯৭৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ১৩৮ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৮০ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইল করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বমোট ভর্তি হয় ২৮০ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ২০০ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয় ৫৯ জন। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৬ জন ও আইসিইউ ইউনিটে ৬জন নিয়ে মোট ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।