Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইয়াসের পর গুলাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

পুরোনো ভান্ডার শেষ, শুরু হয়েছে নতুন তালিকা ধরে ঝড়ের নামকরণ। দেখতে দেখতে এ তালিকার পাঁচটি ঝড় বয়েও গেছে। এখন উপক‚লে আতঙ্ক ছড়াচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। কিন্তু এরপর? পরের ঝড়ের নাম কী, নামটি কারা রেখেছে তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের মনে। জেনে নেয়া যাক এ সম্পর্কে। ২০০৪ থেকে ২০২০-এই ১৬ বছরে আটটি দেশ মোট ৬৪টি ঘূর্ণিঝড়ের নাম রেখেছিল। সেই তালিকার সব নামের ব্যবহার শেষ। গত বছর নতুন পাঁচটি দেশকে নিয়ে প্রত্যেক দেশ থেকে ১৩টি নাম নিয়ে মোট ১৬৯টি নামের তালিকা তৈরি করা হয়েছে। আগামী বছরগুলোতে সেখান থেকেই নামকরণ চলবে পরবর্তী ঝড়গুলোর। এ অঞ্চলের ঝড়ের নামকরণ করা ১৩টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সউদী আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। এই তালিকায় পাঁচটি নতুন দেশ হলো ইরান, কাতার, সউদী আরব, আমিরাত ও ইয়েমেন। এই ১৩টি দেশের দেয়া নামগুলোই ঘুরেফিরে ব্যবহার করা হবে আগামী ঝড়গুলোর ক্ষেত্রে। এসব দেশের প্রস্তাবিত ঝড়ের নামের তালিকায় প্রথম সারিতে রয়েছে যথাক্রমে নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তাওকতে, ইয়াস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতারং, মানদউস এবং মোখা। সেই হিসাবে পরবর্তী ঝড়ের নাম হবে পাকিস্তানের দেয়া তালিকা থেকে। আর পাকিস্তানের তালিকার প্রথম নামটি হচ্ছে গুলাব। ইন্ডিয়া টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াসের

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ