Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে গ্রান্ড জুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক কর্মকান্ড, লেনদেন নিয়ে ফৌজদারি অপরাধের তদন্ত করতে একজন স্পেশাল গ্রান্ড জুরিকে আহবান জানিয়েছেন নিউ ইয়র্কের প্রসিকিউটররা। এ বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন ব্যক্তি বার্তা সংস্থা এপিকে এ তথ্য দিয়েছেন। এতে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, দু’বছরের তদন্ত শেষে ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নির অফিস থেকে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দেয়ার পথ খোঁজা হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থ দিয়ে একজন পর্নো তারকার মুখ বন্ধ রাখা, সম্পদের ম‚ল্য কমিয়ে দেখানো এবং কর্মচারীদের ক্ষতিপূরণ দেয়া নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিস্তৃত অভিযোগের তদন্ত করছেন ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নি সাইরাস ভ্যান্স জুনিয়র। ডেমোক্রেট দলীয় এই প্রসিকিউটর এখন তার তদন্তে একজন গ্রান্ড জুরিকে আহবান করেছেন। যাতে সপিনা ইস্যু করা যায় এবং ডকুমেন্ট হাতের নাগালে পাওয়া যায়। করোনা ভাইরাস মহামারির কারণে আদালত এবং অন্য গ্রান্ড জুরিদের কর্মকান্ড যখন বন্ধ তখন এই প্যানেলটি অব্যাহতভাবে কাজ চালিয়ে যায়। ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগের তদন্ত করা হচ্ছে তার মধ্যে রয়েছে- একজন ঋণদাতার সঙ্গে তার সম্পর্ক, আয়কর কমানোর জন্য তিনি ভ‚মি দান করেছিলেন, আয়কর কম দেয়া। এ ছাড়া সাবেক পর্নোতারকা স্টর্মি ডানিয়েলের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের অভিযোগ আছে। তিনি যাতে মুখ না খোলেন এজন্য ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থের বিনিময়ে তার মুখ বন্ধ করানোর অভিযোগ আছে। তবে এসব অভিযোগের তদন্তকে ‘উইচহান্ট’ বা জাদুবিদ্যার প্রয়োগ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। ওদিকে আইনজীবী ভ্যান্সের অফিস থেকে এ বিষয়ে কোন মন্তব্য
করা হয়নি। এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ