Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইয়াস’ ভারত উপকূলে আছড়ে পরলেও বাংলাদেশের দক্ষিণ উপকূল নিরাপদ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ২:৪৬ পিএম

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রায় দেড়শ কিলোমিটার বেগে ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানলেও বাংলাদেশের দক্ষিণ উপকূল অনেকটাই নিরাপদ রয়েছে। আবহাওয়া বিভাগের বুলেটিনে ইয়াস দুপুর ১২ টার দিকে ভারত উপক’লে আঘাত হানর কথা বলা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ঘূর্ণিঝড়টি ভারত উপক’ল অতিক্রম সম্পন্ন করলেও তখন পর্যন্ত বাংলাদেশ উপক’লে ভাটা থাকায় বড় ধরনের জলোচ্ছাসের সম্ভবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবীদগন। বৃষ্টিপাতের পরিমানও ছিল সিমিত। পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সবগুলো নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে আবহাওয়া বিভাগের নিষেধাজ্ঞা না থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে দক্ষিণাঞ্চল সহ দেশের অভ্যন্তরীন ও উপক’লীয় নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দুপুর ১২টার পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে ১৪ মিলিমিটার, পটুয়াখালীর কলাপাড়াতে ১৬ মিলিমিটার সহ ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাকঠীতে কম বেশী ২০ মিলিমিটরের মত বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাত ফসলের জন্য খুব জরুরী হলেও জোয়ারের প্লাবেনে উপকূলভাগের আউশ সহ কিছু ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের মধ্যে পানি সরে গেলে বড় ধরনের ক্ষতির আশংকা থাকবে না।

দুপুর ২টায় এ রিপোর্ট লোখা পর্যন্ত ভোলায় গাছ চাপা পরে একজন রিক্সা চালকের মৃত্যু ছাড়া আর কোন প্রাণহানীর খবর নেই। তবে বরিশাল,পটুয়াখালী,ভোলা,বরগুনা ও পিরোজপুর উপক’লের নি¤œাঞ্চল ইয়াসের সাথে পূর্ণিমার ভরা কোটাল আর চন্দ্র গ্রহনের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট পর্যন্ত উচ্চতায় জোয়ারের প্লাবিত হয়েছে। পটুয়াখাালী,ভোলা ও বরগুনা উপক’লের চরমোন্তাজ, চরআইচা, রাংগাবালী, আন্ডারচর, চর কুকরি-মুকরি, ঢালচর, বড় বাইশদিয়া, ছোট বাইশদিয়া ছাড়াও গলাচিপা ও বেতাগি উপজেলা সদর ছাড়ও পাথরঘাটাআ বেশ কিছু এলাকা দুপুর পর্যন্ত পানির তলায় ছিল। এসব এলাকর বহু মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রে মঙ্গলবার সন্ধার আগেই সেচ্ছায় আশ্রয় নিয়েছে।

সাগর কিছুটা উত্তাল রয়েছে। কুয়াকাটা সাগর সৈকতে গর্জনের সাথে ৫-৭ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। সাগরে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি দূর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রায় সব মাছধরা ট্রলার ও নৌকা নিরাপদ আশ্রয়ে রয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে ভোলার লালমোহনে আবু তাহের নামে এক রিক্সা চালক প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে গাছের একটি বড় ডাল তর ওপর পতিত হয়। হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

রেড ক্রিসেন্টে-এর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি’র সদর দপ্তর থেকে উপক’লের ১৩টি জেলার ৪১টি উপজেলার ৩ হাজার ৭০১টি ইউনিটের প্রায় ৭৫ হাজার সেচ্ছাসেবকের সর্বক্ষনিক যোগাযোগ রয়েছে। উপক’লের ৭টি আঞ্চলিক কেন্দ্র থেকে নিজস্ব বেতার ব্যবস্থায় মাঠ পর্যায়ে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।
প্রায় ৭৫ হাজর সেচ্ছাসেবক উপক’লের ঝ’কিপূর্ণ এলাকাগুলোতে মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত মাইকযোগে সতর্কবার্তা প্রচার করেছেন। তবে কাউকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার প্রয়োজন হয়নি। সাগরে মাছধরা নিষিদ্ধ থাকায় দুবলার চরে জেলেদের খুব একটা অবস্থান নেই। তা পরেও সেখানের সবগুলো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বরিশালের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মোঃ সাইফুল আহসান বাদল সোমবার তার সচিবালয় থেকে বিভাগীয় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করার পরে সার্বক্ষনিকভাবে সব জেলা প্রশাসকদের সাথে যোগাযোগ রাখছেন। প্রতিটি জেলার নিয়ন্ত্রন কক্ষ থেকে উপক’লের সব উপজেলার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় ইয়াস দুপুর ১২টার দিকে ভারত উপক’লে আঘাত হানলেও বাংলদেশ উপক’লে তার তেমন কোন প্রভাব লক্ষ করা যায়নি। সাগর পাড়ের কলাপাড়াতে মঙ্গলবার রাতে সর্বোচ্চ দমকা বাতাসের গতিবেগ ছিল ৩৫ কিলোমিটার । বরিশালে এসময় ৩০ কিলোমিটারের ঝড়ো হাওয়া বয়ে যায় কয়েক মিনিট। বুধবার সকাল থেকে দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমগ্র উপক’লভাগে জোয়ারের প্লাবন ছাড়া অন্য কোন ব্যাতিক্রম ছিল না। কখনো মেঘ কখনে সূর্য্যরে হসিতে দিন পার হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ইয়াস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ