Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১:১৩ পিএম

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বুধবার (২৬ মে) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এসসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

দীপু মনি বলেন, ২০২১ সালে এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করবে। তারপর পরীক্ষায় অংশ নেবে।

এর আগে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।

এর আগে গত রোববার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে জানান, মহামারি মোকাবিলায় চলমান লকডাউন তথা বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।

মহামারি করোনাভাইরাসের তান্ডবে দিশেহারা বিশ্ববাসী। বাংলাদেশেও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ ভাইরাস প্রতিরোধে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত বছরের ১৭ মার্চ থেকে। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২৬ মে, ২০২১, ৪:০৮ পিএম says : 0
    2022সালে বহু দুর এখন আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলার বেবসতা করতে হবে,অন্যথায় সব কিছু শেষ হয়ে যাবে,ছাত্র ছাত্রীদের যে ক্ষতি হয়েছে সেই আবার পূর্বের মতো আসতে হিমসিম খেতে হবে,বিলম্বিত না করে পয়োজনে শিক্ষা ক্ষেত্রে নতুন বাজেট করুন জরুরি পদক্ষেপ নিতে হবে,অন্যথায় আরো ক্ষতি হবে ,আপনার ছেলে মেয়ে আপনার সব কিছু এরাই আগামী দিনের ভবিষ্যত্ এদের শিক্ষা না দিতে পারলে আমার আপনার কি মূল্য থাকবে,তাই বিলম্ব না করে জরুরি স্কুল কলেজ ইউনিভার্স জরুরি খোলার বেবসতা করেন,পয়োজন যে সমস্ত বাজেট 2/3বসর না করলে দেশের ক্ষতি হবে না সে গুলি বাতিল করুন,যে গুলি আপাতত না করলে চলবে,কিন্তু ছেলে সন্তানের লেখাপড়ার বেবসতা না করলে চলবেনা,এক কথায় বুঝতে হবে,আমরা পূর্বে কেরেসিন দিয়ে বাতি ঝালাইয়াছি আমরা পড়ালেখা ও করেছি দেশে এতো কিছু ছিল না ,মনে করবেন আমরা আগের দিনে ফিরে গিয়াছি সেই চিন্তা মাথায় আনতে হবে এবং পয়োজনে অন্যান্য বাজেট বাতিল করুন,শিক্ষকাকে গুরুত্বপূর্ণ দিতে হবে ইনসআললাহ হয়তো 2/3বসরের মধ্যে করনার সমস্যা আল্লা পাক নিপাত করে দিবেন,ঐ সময় আমরা সব বাজেটের বেবসতা করতে পারবে,দেশে আপনার আমার ছেলে মেয়েদের শিক্ষা থাকলে সব কিছু করা যাবে ,আমরা আপাতত একটু কষ্ট করে চলতে হবে,তাই অন্যান্য বাজেট বাতিল করুন ,শিক্ষা খাতে এই সব বাজেট যোগ করুন আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যত্ গড়ুন আশাকরি দেশের শিক্ষা বীদ শিক্ষা জীবি বিশেষজ্ঞরা বিষয়টি জরুরি বিবেচনায় নিবেন।
    Total Reply(0) Reply
  • Masrura Akter suchona ২৬ মে, ২০২১, ৪:২২ পিএম says : 0
    শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার জন্য আবেদন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ