বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এশিয়ার বিখ্যাত বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটজ হালদা নদীতে মা মাছের ডিমের নমুনা মিলেছে। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে এগারোটার দিকে নমুনা ডিম পাওয়া যায় বলে যানা জায়। পূর্ণিমার "জো" চলছে নদীতে জোওয়ার বয়ে যাচ্ছে তবে বৃষ্টি ও মেঘের গর্জন নেই। ডিম সংগ্রহকারীরা জানান, হয়তো নদীতে ভাটার টান পড়লে পুরোদমে মা মাছ ডিম ছাড়তে পারে এমনটাই জানিয়েছেন। মঙলবার রাতে হালদা নদীতে মা মাছের ডিমের নমুনা ছেড়েছে এ খবর সংগ্রহকারীদের মাঝে খবর ছড়িয়ে পড়লে পুরো হালদা নদীর পাড়ে দীর্ঘ দিন অপেক্কীত ডিম সংগ্রহকারীদের মাঝে শুরু হয় এক হুরুস্তুল উৎসবমুখোর পরিবেশে তারা নদীতে নৌকা নিয়ে হালদায় ঝাপিয়ে পড়ে। নদীর আজিমের ঘাটা, পুরা কপালি টেক, নয়া হাট সহ বিভিন্ন স্পোটে সামান্য সামান্য ৪/৫ গ্রাম মতো ডিমের নমুনা পেয়েছে বলে জানান সংগ্রহকারীরা। আজ কালের মধ্যে ডিম দেওয়ার পুরো মৌসুম চলছে। প্রচুর বৃষ্টি ও মেঘের গর্জন হলে পাহাড়িস্রোত নদীতে প্রবেশ করলে মা মাছেরা ডিম দেয়। যাহা অতিতের ইতিহাসে দিয়ে আসছে মা মাছেরা। বুধবার সকালে সাড়ে ১০টায় ভাটার। পুরোদমে ডিম ছেড়ে দেয় মা মাছেরা। বর্তমানে ডিম সংগ্রহকারীরা ডিম আহরোন করছে হালদায়। বুধবার সকাল সাড়ে ৯ টায় ভাটার টানে পুরোদমে ডিম ছেড়ে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।