Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলার লঙ্কাজয়ে সোশাল মিডিয়ায় শুভেচ্ছায় সিক্ত টাইগাররা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১১:৩৪ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত টাইগাররা। তামিম ইকবালের দল এক ম্যাচ হাতে রেখে দুর্দান্ত জয় নিশ্চিত করে অভিনন্দনে ভাসছেন নেট দুনিয়ায়। অন্যদিকে ম্যাচ সেরা হওয়ায় মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা।

প্রথম ম্যাচে ৩৩ রানের জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে আজ ১০৩ রানে এই জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয় বাংলাদেশের। আর এ জয়ের সুবাদে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে এখন টাইগাররা।

এদিকে, বাংলাদেশ–শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। ১০ চারে ১২৭ বলে ১২৫ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের ইনিংস মূলত একাই টেনেছেন মুশফিক।

ফেসবুকে মুশফিকের প্রশংসা করে মোঃ আমির হামজা জনি লিখেছেন, ‘‘একজন বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহিম ভাইকে আমার চোখে লাগে। অন্যান্য খেলোয়াড়ের তুলনায় ভদ্রতা, আচরণ, হাসিমুখে থাকা মানুষটি মুশি ভাই। গত বছর নাকি তার কিছু সময় আগে তামিম ভাই যখন হাতে ব্যাথা পেয়ে মাঠ ত্যাগ করে, পুনরায় শেষে আবার মাঠে নামছিল তখন সবার মায়া দেখি তামিম ভাইয়ের প্রতি উৎফুল্ল করছে। তবে তামিমের অন্য প্রান্তে ব্যাট হাতে কিন্তু মুশফিক ভাই ছিল। তামিমের তুলনা থাকলেও মুশফিক ভাইয়ের ক্লাসিক শর্টগুলো আমাকে মুগ্ধ করেছিল। মুশি ভাইয়ের ব্যাট ঘুরানো শর্টগুলো মানুষ একদমই দেখছিল না, সবারই মুখে তামিমের প্রশংসা। সেদিনই সবারই সামনে গর্জন দিয়ে বলে উঠছিলাম "মুশফিক না থাকলে ম্যাচ জেতার সম্ভবনা কি থাকতো?" প্রশ্নবিদ্ধ সবারই! তারপর বিপিএলের ঘটনায় নাসুমকে রাগান্বিত হয়ে মারতে গেলে সমালোচনার ঢল নামছিল। ব্যাপারগুলো আমাকে কষ্ট দেয় নি। কেননা খেলার মাঠে অনেক সময় চাপের মুখে পড়ে মাথা গরম হয়ে যায়। পরে মুশফিক ভাই নাসুম থেকে ক্ষমাও চেয়ে নিছিল। মুশফিক ভাই মি. ডিফেন্টেবলে নামে বিধায় কারো মনে থাকে না মুশফিক নামে কেউ আছে। যাহোক, আমার কাছে খেলোয়াড় হিসেবে আপনি আইডল। শুভ কামনা ও ভালোবাসা সবসময়। ভালোবাসি মুশি ভাই..।’’

টাইগারদের অভিনন্দন জানিয়ে মোহাম্মাদ সেলিম লিখেছেন, ‘‘শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় ও ৫০ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের এক নম্বারে বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ।’’

বাংলার লঙ্কাজয়ে উচ্ছ্বসিত মোঃ মহিবুল্লাহ লিখেছেন, ‘‘আহা আনন্দ! লঙ্কানদের বিপক্ষে ১ম ওয়ানডে সিরিজ জয়। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ১ নম্বরে উঠে এলো বাংলাদেশ। অভিনন্দন মুশফিক। অভিনন্দন বাংলাদেশ।’’

মুশফিকের প্রসংশা করে মুহাম্মাদ নাজমুল লিখেছেন, ‘‘মুশফিকের থেকে ওদের খেলা শেখা উচিত কিভাবে ধৈর্য ধরে খেলতে হয় প্রথম হাফ সেঞ্চুরির করতে মাত্র একটা বাউন্ডারি মারছে কতটা ধৈর্য নিয়ে দলকে একাই টেনে নিয়ে গেছেন।’’

নাহিদ হাসান জয় লিখেছেন, ‘‘কিন্তু পারফরমেন্স মুশফিক ছাড়া কারোরই ভালো না। সাধারণত অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় যে একজন বা দুজন খারাপ খেল্লেও বাকিরা এগিয়ে নিয়ে যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে তার উল্টো হয়। স্টেবল পারফরমেন্স কেউ দিতে পারেনা। আবার ভালো কিছু প্লেয়ারকে দলের বাহিরে রাখা হয়। এগুলো দিকে নজর ঠিকমতো না দিলে আমরা কোনোদিনই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারবো না।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ