বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে পাচারকালে সাতক্ষীরা সদরের আলিপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস সরকারি জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ । আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছার জাহাঙ্গীর আলম ও আলিপুরের সবুজ সরদার। মঙ্গলবার (২৫ মে) সকালে ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি মোঃ ইয়াসিন আলম চৌধুরী জানান, সদরের আলিপুর গ্রামের সবুজ সরদারের বাড়িতে বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জড়ো করে রাখা হয়েছে ভারতে পাচারের জন্য। বিষয়টি জানার পর পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় এসআই আরিফুর রহমান ফরাজি, এস আই হুমায়ুন কবিরসহ ডিবি পুলিশের একটি দল সবুজ সরদারের বাড়ি ঘেরাও করেন। পরে তল্লাশি চালিয়ে তার ঘরের ভেতর থেকে ১২ হাজার পাতার সরকারি সুখী ট্যাবলেট বের করে আনা হয়। গ্রেফতারকৃতদের জিঙ্গাসাবাদ শেষে সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।