Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মারা গেছেন এখন পর্যন্ত প্রায় ৪ শ’ : নতুন আক্রান্ত ১৩৬

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ৫:০৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৩৬জন সিলেট বিভাগে। আর সুস্থ হয়েছেন ৭৯ জন। এদিকে করোনায় মৃত্যুর সংখ্যা সিলেট বিভাগে এখন ৪ শ’র ঘরে ছুঁতে কেবল বাকী। গত বছরের ১৫ এপ্রিল থেকে আজ মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত বিভাগে কোভিড-১৯ এ মারা গেছেন মোট ৩৯৩ জন। এর মধ্যে সিলেট ৩১৬, সুনাগঞ্জের ২৯, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৩০জন। সর্বশেষ গত ২৪ঘণ্টায় মারা গেছেন একজন। মৌলভীবাজারের বাসিন্দা তিনি। আজ মঙ্গলবার (২৫ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ঘন্টায় ৮৬ জন, সুনামগঞ্জে ৭, হবিগঞ্জে ১৫, ৯ জন মৌলভীবাজারে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৯ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এনিয়ে সিলেট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৭৪ জন। এরমধ্যে সিলেট ১৪ হাজার ৪৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯১, হবিগঞ্জে ২ হাজার ৪৮০ এবং ২ হাজার ৪৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারে। আর একই সময়ে ৭৯ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ৬১ এবং মৌলভীবাজারের ১৮ জন। সব মিলিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জন। এরমধ্যে সিলেট ১৩ হাজার ৮৪৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন এবং ২ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারের।
সিলেটে গত দুই মাস থেকে ভীতিকর হারে বেড়েছে করোনায় মৃত্যু। এ অঞ্চলে গড়ে প্রতিদিন ঘটছে একাধিকজনের মৃত্যু। মৃত্যুর তালিকায় যেমন আছেন পুরুষ, তেমন আছেন নারীও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ