বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৮জন। এদিকে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ৩৩জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮হাজার ২৪৫জন। নতুন আক্রান্তের হার শতকরা ১১দশমিক ১৮ভাগ।
মঙ্গলবার সকালে করোনায় মৃত্যু ও নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, জেলার সদর উপজেলায় নতুন একজনসহ করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১১৮জন। এদিন জেলার ৩টি ল্যাবে ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৩৩টি পজিটিভ ও ২৬২টি নমুনার ফল নেগেটিভ আসে। আক্রান্তে সংখ্যা বেড়ে ৮হাজার ২৪৫জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৬হাজার ২৩৪জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থ্যতার হার ৭৫দশমিক ৬১ভাগ। আইসোলেশনে রয়েছেন ১৮৯৬জন, আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন আছেন ২৭জন রোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।