Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদায়ী ম্যাচেও উজ্জ্বল আগুয়েরো, কাঁদলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০০ এএম

প্রিয় শিষ্য। দলের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র। এমন কারও বিদায়ে কোচের মনে তো খারাপ হবেই! সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ায় মন খারাপ হয়েছে কোচ পেপ গার্দিওলারও। প্রিয় শিষ্যকে নিয়ে কথা বলতে গিয়ে কণ্ঠ ধরে আসছিল তার। এক পর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলেন স্প্যানিশ এই কোচ।

ম্যানসিটির হয়ে গতপরশু শেষ ম্যাচটি খেলে ফেলেছেন আগুয়েরো। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বিদায়ী ম্যাচটি রাঙাতে সতীর্থরা যেন পরিকল্পনা করেই রেখেছিলেন। এভারটানের জালে গোল বন্যা করেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ৫-০ গোলের বিশাল জয়ে আগুয়েরোও ছিলেন দুর্বার। ৬৫তম মিনিটে বদলি হিসেবে নেমে করেন জোড়া গোল।
প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে উঠেছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও নিশ্চিত হয়ে আছে। শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব। সব মিলিয়ে গার্দিওলার মুখে চওড়া হাসিই থাকার কথা। শিরোপা উদযাপনে উচ্ছ¡ল গার্দিওলারই দেখা মেলে। কিন্তু তার মুখের হাসি মিলিয়ে যায় পরক্ষণেই। আগুয়েরোর প্রসঙ্গ উঠতেই ম্যানসিটি কোচ আবেগাপ্লুত হয়ে পড়েন। মাইক্রোফোনের সামনে দাঁড়ানো গার্দিওলাকে দেখে মনে হচ্ছিল, কী বলবেন বুঝতে পারছেন না। ধরে আসা কণ্ঠে দুই একটি করে শব্দ বলেই থেমে যাচ্ছিলেন তিনি। একটা সময়ে কেঁদেই ফেলেন গার্দিওলা। চোখ মুছতে মুছতে প্রিয় শিষ্যের প্রশংসা করে বলছিলেন, ‘আমরা তাকে অনেক ভালোবাসি। আমাদের সবার জন্য সে অনেক বিশেষ একজন মানুষ। আমরা তার বিকল্প পাব না। সিটিতে সে সব সময় নিজের জাত চিনিয়েছে।’ সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আগুয়েরোর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন গার্দিওলা। সে কথাও মনে করলেন তিনি। স্প্যানিশ এই কোচ বলেন, ‘সে অসাধারণ একজন মানুষ। সে আমাকে অনেক সাহায্য করেছে। তার বিকল্প আমরা পাব না, পাওয়া সম্ভব নয়।’
ম্যান সিটির সঙ্গে আগুয়েরোর দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ইংলিশ এই ক্লাবে নাম লেখান তিনি। ম্যান সিটির হয়ে দারুণ পথচলা আর্জেন্টাইন ফরোয়ার্ডের। শেষটাও অসাধারণ হলো তার। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখে ম্যান সিটি থেকে বিদায় নিলেন তিনি। ক্লাবটির হয়ে ২৭৫টি ম্যাচ খেলেছেন আগুয়েরো। যেখানে তার গোলসংখ্যা ১৮৪। যা একটি ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। এ পথে তিনি ওয়েইন রুনিকে পেছনে ফেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৯৩ ম্যাচে ১৮৩ গোল করেন রুনি।
সংবাদমাধ্যমের খবর, দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন আগুয়েরো। গার্দিওলার কথায়ও মিলল তেমন ইঙ্গিত। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ক্যাম্প ন্যুয়ের ক্লাবটিতে যাওয়ার ‘কাছাকাছি’ আছেন বলে জানালেন সিটি বস, ‘সম্ভবত আমি একটি গোপন বিষয় প্রকাশ করছি। সে (আগুয়েরো) সম্ভবত আমার হৃদয়ের ক্লাব-বার্সেলোনার সঙ্গে চুক্তি করার কাছাকাছি আছে। সর্বকালের সেরা খেলোয়াড় (লিওনেল) মেসির পাশে খেলতে যাচ্ছে সে।’
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত গার্দিওলার কোচিংয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জিতেছিল বার্সেলোনা। এই মৌসুমে কাতালান দলটি কোপা দেল রের শিরোপা জিতলেও অন্য দুই বড় প্রতিযোগিতায় ভালো করতে পারেননি। লা লিগায় চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে হয়েছে তৃতীয়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে তাদের বিদায় করে দেয় পিএসজি। সিটির সর্বোচ্চ গোলদাতা (২৬০) আগুয়েরোকে পেলে বার্সেলোনা আরও শক্তিশালী হবে বলে মনে করেন গার্দিওলা, ‘আমি নিশ্চিত সেখানে সে উপভোগ করবে। তাকে নিয়ে বার্সেলোনা আরও শক্তিশালী হয়ে উঠবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদায়ী ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ