Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাকিব-রিয়াদের বদলি রশিদ-হেটমায়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০০ এএম

শেষ মুহ‚র্তে এসে আবারও পরিবর্তন আসছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোতে। গত মাসেই দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের জন্য পিএসএলে অংশ নিতে না পারায় বিকল্প খুঁজতে হয়েছে পিএসএলের দলগুলোকে। গত মার্চে করোনার কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল টুর্নামেন্টর। আসরের প্রথম অংশ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। আগামী ১ জুন থেকে আবার বাকি অংশ শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তাতে খেলার কথা ছিল বাংলাদেশের ৩ ক্রিকেটার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। কিন্তু একই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজিত হতে যাওয়ায় আর সাকিব-রিয়াদদের পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না। সাকিবের বদলে লাহোর কালান্দার্স দলে ফিরিয়েছে আফগান তারকা রশিদ খানকে। মুলতান সুলতান্স মাহমুদউল্লাহর বদলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে দলে নিয়েছে মুলতান। করাচি কিংসে ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাস। তবে তার বদলে কোনো ক্রিকেটারকে এখনো দলে নেয়নি করাচি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রশিদ-হেটমায়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ