Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইথিওপিয়া-ইরিত্রিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ এএম

টাইগ্রে ইস্যুতে এবার ইথিওপিয়া ও ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। দেশ দুটির কোন উচ্চপদস্থ কর্মকর্তা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে খুব শিগগিরই টাইগ্রে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে দু’পক্ষের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, টাইগ্রে অঞ্চলে সব ধরণের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অঞ্চলটি থেকে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনাদের অবরোধ তুলে নিতে হবে। ইথিওপিয়ার সেনাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, সেনারা টাইগ্রেতে যৌন নির্যাতন চালাচ্ছে ও অধিবাসীদের জোরপ‚র্বক বিতাড়িত করছে। টাইগ্রেতে গত নভেম্বর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। প্রাণভয়ে বহু মানুষ সুদানে পালিয়ে গেছেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়া-ইরিত্রিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ