Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:২০ পিএম | আপডেট : ১২:৩০ পিএম, ২৪ মে, ২০২১

বাহরাইন করোনাভাইরাসের জন্য ‘রেড লিস্ট’ এ থাকা দেশগুলো থেকে ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করছে। ওই দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। ২৪ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (বিএনএ) এর বরাতে সউদী আরবের আল এরাবিয়া নিউজ এ খবর দিয়েছে।

বাহরাইনের নাগরিক এবং 'রেসিডেন্সি ভিসা'ধারীরা অবশ্য ওই নিষেধাজ্ঞায় পড়ছেন না। তবে প্লেনে বোর্ডিং এর আগে তাদের পিসিআর টেস্ট করিয়ে নিতে হবে এবং বাহরাইন পৌঁছার পর ১০ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।

উক্ত দেশগুলো ছাড়া অন্যান্য দেশগুলো থেকে আগত করোনার ভ্যাকসিন 'গ্রহণ করা' এবং 'গ্রহণ না করা' সকল ব্যক্তিকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাহরাইনে নিজ নিজ বাড়িতে কিংবা অনুমোদিত স্থানে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ